কুড়িগ্রামে ৭০০ পিস ইয়াবা জব্দ: গ্রেফতার -১
কুড়িগ্রাম প্রতিনিধি :
রৌমারীতে ৭০০ পিস ইয়াবা রাখার অভিযোগে শফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানে রৌমারী থানাধীন চর নতুন বন্দর এলাকার শফিকুল ইসলাম এর নিজ বসতবাড়ির উঠানে গাছের ডালপালার মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৭০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশের এই মিডিয়া মুখপাত্র আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রৌমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।