২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

বীরগঞ্জে জমি নিয়ে সংর্ঘষে একজনের হাত বিছিন্ন

আমাদের প্রতিদিন
1 month ago
59


বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দেশিয় অস্ত্রের আঘাতে মোঃ ফয়জাল (৫৩)নামে এক জনের হাত বিছিন্ন হয়েছে। আহত ফয়জালকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত মোঃ ফয়জাল উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের  মোঃ সদর আলীর ছেলে।

শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল হামিদ জানান, ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেলের সাথে জমি নিয়ে দীর্ঘধরে বিরোধ চলে আসছে প্রতিবেশি মোঃ এরফান হকের ছেলে মোঃ একরামুল হকের। সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল বিক্রয়ের জন্য একই এলাকার সদর আলীর ছেলে মোঃ ফয়জালের সাথে চুক্তিবদ্ধ হন। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে মোঃ ফয়জালের সাথে ্একরামুল হকের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে মোঃ ফয়জালের হাত বিছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত মোঃ ফয়জালকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ অপরাধীকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়