২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

আমাদের প্রতিদিন
1 month ago
64


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী খন্দকার মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। নিহত খন্দকার মনসুর আলী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের কালিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টায় দিনাজপুর—গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা বলেন, বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী (চালক) খন্দকার মনসুর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়