৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

থানায় হামলা ও ভাঙচুর, আওয়ামীলীগ কার্যালয়ে হামলা আসবাবপত্রে অগ্নিসংযোগ

আমাদের প্রতিদিন
1 month ago
86


মিছিল আর শ্লোগানে উত্তাল বীরগঞ্জ শহর

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দিনাজপুরের বীরগঞ্জে থানায় হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। এ সময় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা চালানোর পর আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার সকাল ১১টায় বীরগঞ্জ সরকারী কলেজের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এরপর মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পুরো শহর চলে যায় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। শত শত শিক্ষার্থীদের মিছিল আর শ্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শহর। দুপুরে নামাজের বিরতির জন্য কর্মসূচী স্থগিত করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। কিন্তু দুপুর আনুমানিক ২টায় একদল যুবক লাঠিসোটা নিয়ে হঠাৎ করে বীরগঞ্জ থানায় হামলা চালিয়ে দুইটি পুলিশ পিক্যাব, একটি মটর সাইকেলসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

হামলার বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, বিনা উস্কানিতে থানায় হামলা চালানো হয়েছে। আমাদের কাছে এটি পুর্ব পরিকল্পিত মনে হয়েছে। শান্তিপ্রিয় বীরগঞ্জকে অশান্ত করার চক্রান্তে আমরা মর্মাহত। তবে জনগনের জানমাল রক্ষার্থে পুলিশ বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়