২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

মিঠাপুকুরে সরকারী কার্যালয়, পুলিশ স্টেশন সাবেক এমপি’র বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ

আমাদের প্রতিদিন
1 month ago
80


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারী কার্যালয়, পুলিশ স্টেশন, আওয়ামী লীগ কার্যালয়, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার আন্দোলনকারীরা ঢাকা—রংপুর মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছে। এসময় গোটা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে আন্দোলনকারীরা উপজেলার ঢাকা—রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে তারা উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে আওয়ামী লীগ কার্যালয় ও দোকানপাট ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পরে উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়, নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা সভাকক্ষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, এলজিইডি কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয়, আনছার—ভিডিপি কার্যালয়সহ বেশ কয়েকটি কার্যালয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করেন। এসময় বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে বিক্ষোভকারীরা মিঠাপুকুর থানায় গিয়ে প্রধান ফটক ভেঙে ফেলে। এসময় থানা কার্যালয়ে প্রবেশের চেস্টা করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এরপর আন্দোলনকারীরা থানা হেফাজতে থাকা কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। তবে কোন হাতহতের খবর পাওয়া যায়নি।

পরে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এইচএন আশিকুর রহমানের বাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। এসময় তারা বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করেন। চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল কবীর টুটুলের বাড়িতে হামলা চালিয়ে। তার ব্যবহৃত কারটিতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এছাড়াও আওয়ামী লীগ নেতা শাহ আনোয়ার সাদাত লিমনের বাসায় ভাংচুর করে তারা।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আন্দোলনকারীরা থানায় হামলা করে। আগুন দেয় পুলিশ হেফাজতে থাকা কয়েকটি যান বাহনে। মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, আন্দোলনকারীরা মহাসড়কে বিক্ষোভ শেষে উপজেলা পরিষদে এসে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এতে সরকারী কয়েকটি দপ্তরের গুরুত্বপূর্ণ ফাইন ও আবসাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

      

  

সর্বশেষ

জনপ্রিয়