ভূরুঙ্গামারীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিজয়োল্লাস
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে যাওয়ার খবরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয়োল্লাস ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সোমবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমবেত হয়ে মিছিল দিয়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় ছাত্র –জনতা ও দলের নেতা কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় দেশ আরেকবার স্বাধীন হলো বলে মন্তব্য করেন উল্লাসকারীরা।