২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

শেখ হাসিনার পদত্যাগ নীলফামারীতে আনন্দ মিছিল

আমাদের প্রতিদিন
1 month ago
177


নীলফামারী প্রতিনিধিঃ

কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের একদফা দাবিতে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নীলফামারীর কিশোরগঞ্জে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ মিছিল করেছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে  উপজেলার বিভিন্ন জায়গায় এ আনন্দ মিছিল করা হয়।এতে বিএনপি নেতাকর্মীদের মিছিলে দেখা যায়।  এসময়ে দেখা যায়, সরকার প্রধানের পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ মিছিল নিয়ে বের হয়।এতে অনেকে ভ্যানগাড়ী ও মোটরসাইকেলে চরে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠাতে দেখা যায়। এসময়ে শেখা হাসিনাকে ভুয়া ভুয়া স্লোগান দেন আন্দোলনকারীরা।

এতে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আক্তারুজ্জামান বাদল, বাংলাদেশ  ইসলামি আন্দোলনের উপজেলা   আমির আবুল হালিম,উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বিল্পব হোসেন, উপজেলা ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়কের বাবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,সভাটি পরিচালনা করেন  সাবেক ছাত্রশিবিরের সভাপতি শিব্বির হোসেনসহ সকল সংগঠনের নেতা-কর্মীরা   উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়