রংপুরে বিএনপি-জামায়াতসহ শতাধিক শিক্ষার্থীর মুক্তি
নিজস্ব প্রতিবেদক:
চলমান আন্দোলনে গ্রেফতার হওয়া বিএনপি, জামায়াতসহ তাদের অঙ্গ সংগঠন ও সাধারণ শিক্ষার্থী শতাধিকের বেশি বন্দি মুক্তি পেয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে। এসব বন্দি আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হয়েছেন। গত কয়েকদিনে রংপুর নগরী এবং বিভিন্ন থানায় সহিংসতাও নাশকতার অভিযোগে তিনশতাধিক জনের বেশি মানুষকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। তাদের অনেকেই মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন কারাগারের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।