২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

রংপুরের কোথাও নেই আ.লীগ ও ব্যবসায়ী করলেন অফিস দখল

আমাদের প্রতিদিন
1 month ago
52


নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে সোমবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, মহিলা আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, মহাননগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাস ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একারণে সোমবার  ও মঙ্গলবার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কোথাও দেখা যায়নি। অধিকাংশ নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তারা কোথায় রয়েছেন কেউ বলতে পারছেন না। নগরীর বেতপট্টিতে ছিল মহানগর আওয়ামী লীগের কার্যালয়। কয়েক বছর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে ওই স্থানটি দখল করা হয়। মঙ্গলবার ওই অফিসের দখল নিয়েছেন ওই ব্যবসায়ী।  তিনি অফিসের সামনে দেয়াল তুলে মহানগর আওয়ামী লীগের অফিস দখলে নেন। এসময় কোন নেতাকর্মীকে দেখা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়