বিএনপির আইনজীবি ও স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার সরকারের পতনের খবরে মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর আদালত চত্বরে আনন্দ মিছিল করেছে। এতে আইনজীবি একরামুল হক, আফতাব হোসেন, শফি কামালসহ আইনজীবিরা অংশ নেন। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীতে আনন্দ মিছিল হয়েছে। এতে জেলার সভাপতি আল ইমরান সুজন ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মোড়ে বিএনপির নেতাকর্মীদের দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা এখন মাঠে রয়েছেন। নগরীর মুলাটোল পাকারমাথা, জুম্মাপাড়া, ইঞ্জিনিয়ারপাড়া, হারাগাছ পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে গরু—খাসি জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়।