২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

দিনাজপুরে বিএনপি ও জামায়াত শিবিরের ৮২ নেতা-কর্মীর মুক্তি

আমাদের প্রতিদিন
1 month ago
48


দিনাজপুর প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুরে গ্রেফতারকৃত ৮২ জন রাজবন্দীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী জানান, গতকাল মঙ্গলবার সদর আমলী আদালতের বিচারক মোঃ আরিফুল ইসলাম, ঘোড়াঘাট—হাকিমপুর আমলী আদালতের বিচারক এএসএম মনিরুজ্জামান, চিরিরবন্দর—খানসামা আমলী আদালতের বিচারক মোঃ মনিরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশে তাদের জামিন আদেশ দেন। এদের মধ্যে  রয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা—কর্মী ও শিক্ষার্থী ৬৯ জন এবং জামায়াত—শিবিরের ১৩ জন। এরপর দিনাজপুর জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—দিনাজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক  ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহ্বায়ক ফরহাদ হোসেন প্লাবন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা যুবদল নেতা সুমন, কোতয়ালী যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, জামায়াত নেতা মমতাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের আবু রায়হান প্রমুখ।

এদিকে নেতা—কর্মীদের জামিনের খবরে গতকাল মঙ্গলবার সকাল থেকেই দিনাজপুরে জেলা কারাগারের সামনে ভীড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারও নেতা—কর্মী। এরপর আদালত থেকে জামিন আদেশ কারাগারে আসার পর কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করে কারাগারে আটক নেতা—কর্মীরা। তারা কারাগার থেকে বের হয়ে আসলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা জেল রোড। এরপর তারা আনন্দ মিছিল নিয়ে মুক্তিপ্রাপ্ত নেতা—কর্মীদের জেলা বিএনপি’র কার্যালয়ে নিয়ে যান।

সর্বশেষ

জনপ্রিয়