২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে কমেছে যাত্রী পারাপার

আমাদের প্রতিদিন
1 month ago
52


দিনাজপুর প্রতিনিধি:

দেশে বিরাজমান সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কমেছে যাত্রী পারাপারের সংখ্যা। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার নেমে এসেছে এক তৃতীয়াংশে। বিষয়টি নিশ্চিত করেছেন  হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল ইসলাম।

হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারত সীমান্তে এই ইমিগ্রেশন দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন যাত্রী পারাপার হয় ৪ শতাধিক। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দু—দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হয়। কিন্তু দেশে সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রী পারাপার নেমে এসেছে  এক তৃতীয়াংশে। তিনি বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ১২৭ জন পাসপোর্টধারী যাত্রী। আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে ৫২ জন পাসপোর্টধারী যাত্রী। এর আগের দিন সোমবার (৫ আগস্ট) ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ১০৬ জন যাত্রী এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে ৫২ জন যাত্রী।

তিনি বলেন, এই দু’দিন বাংলাদেশ থেকে কোন উচ্চ পদস্থ কর্মকর্তা বা কোন ভিআইপি ভারতে গমন করেনি।

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়