বিরলে নফল নামাজ ও দোয়া খায়ের অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে মহান আল্লাহ পাক এর নিকট শুকরিয়া আদায় করে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায়। এরই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বিরল ফুটবল খেলার মাঠে নামাজ ও দোয়া খায়ের পরিচালনা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বিরল উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ।
এর পূর্বে বক্তব্য রাখেন সেক্রেটারি মোঃ আজমির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরল উপজেলা সমন্বয়ক মোঃ রেজওয়ানুল ইসলাম ও হাবিব।