২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

নারায়ণগঞ্জে বিজয় মিছিলে দূর্বৃত্তের হামলায় কাউনিয়ার বদিউজ্জামান বদি নিহত

আমাদের প্রতিদিন
1 month ago
139


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

ঢাকার নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় উৎসবে দূর্বৃত্তের হামলার শিকার হয়ে  কাউনিয়ার বদিউজ্জামান (৩৩) বদি নিহত হয়েছেন।  মঙ্গলবার (৬ আগষ্ট) জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার বিকেলে নারায়ণগঞ্জে তিনি হামলায় শিকার হন।

নিহত বদিউজ্জামান বদি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বদিউজ্জামান বদি জীবিকার তাগিদে ঢাকার নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় মিছিল বের হয়। মিছিলে বদিউজ্জামান বদিও অংশ নেয়। ওই মিছিলেই দূবৃত্তর্কারীদের হামলায় সে ঘটনাস্থলে নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে ঢাকায় থাকা ছোটভাই ও পরিচিত আত্মীয়—স্বজনের সহায়তায় গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে আসে। পরে মঙ্গলবার স্থানীয় ভুতছাড়া মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া নিহত বদিউজ্জামান বদি এক কন্যা সন্তানের জনক। তার মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়