১২ বৈশাখ, ১৪৩২ - ২৬ এপ্রিল, ২০২৫ - 26 April, 2025

ফুলবাড়ীতে মসজিদ -মন্দির ও শহীদ মিনার  পরিস্কার-পরিচ্ছন্নতা করলেন শিক্ষার্থীরা

আমাদের প্রতিদিন
8 months ago
115


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদ- মন্দির ও শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ,  ফুলবাড়ী শাখার আয়োজনে শিক্ষার্থীরা উপজেলা সদরের কাচারী মাঠ মসজিদ, কেন্দ্রীয় দূর্গা মন্দির, কালি মন্দির ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন। পরে উপজেলা সদরের তিনকোণা মোড়ে যানজট নিরসনের জন্য অটো রিকশা গ্যারেজে পরিবর্তন করেন। এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

কর্মসূচীতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী  জানান ,কাচারী মাঠের মসজিদে টয়লেটে ময়লা-আবর্জনা পরিস্কার, দুইটি মন্দির, কালি মন্দির ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে থাকা আবর্জনা পরিষ্কারসহ সদরের যানজট নিরসনের জন্য অটোরিকশা গ্যারেজের পরিবর্তন করা হয়েছে। ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ জানান, আমাদের এরকম কর্মসূচী চলমান থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth