রংপুরে বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতার মুক্তি
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রংপুরজুড়ে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ২২ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে জামিন ও বিশেষ আদেশে বিএনপি—জামায়াতসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিকজনকে মুক্তি দিয়েছেন আদালত। এসব মামলায় প্রায় ৩শতাধিক জনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। তিনি জানান, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়া জোহাসহ শিক্ষার্থী, বিএনপি—জামায়াত ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দুই শতাধিক জনকে মুক্তি দেয়া হয়েছে। এসময় কারাগারের সামনে ভিড় জমান শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিএনপি—জামায়াত ও তাদের অঙ্গ—সংগঠনের নেতাকর্মী ও স্বজনরা।