৭ আষাঢ়, ১৪৩২ - ২২ জুন, ২০২৫ - 22 June, 2025

কুড়িগ্রামে পরিস্কার—পরিচ্ছন্নতর জন্য ঝাড়–হাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ ছাত্র-ছাত্রী রাস্তায়

আমাদের প্রতিদিন
10 months ago
181


আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম:

কুড়িগ্রামে রাস্তাঘাট পরিস্কার—পরিচ্ছন্নের দায়িত্বে ঝাড়– হাতে নিয়ে পরিচ্ছন্নতার কাজে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ ছাত্র—ছাত্রীর।সেইসাথে জেলার বিভিন্ন সড়কের যান চলাচল স্বাভাবিক করতে শৃঙ্খলার দায়িত্বে ছাত্র—ছাত্রীদের সাথে দায়িত্ব পালন করছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর আনছার সদস্যগণ।

বুধবার সকাল ৯টা থেকে সাধারণ শিক্ষার্থীরা জেলা শহরের শাপলা চত্বর,দাদা মোড় ও জেলা পরিষদের সামনে সড়কের নানা আবর্জনাসহ ময়লা ঝাড়– দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করে।

এছাড়াও অনেক ছাত্র—ছাত্রী সড়কের যান চলাচলে থেকে ট্রাফিক ব্যবস্থা নজরদারি করেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মিলন,রাকিব,নাহিদ,রুহি,রিয়ামনি,দ্বীপ্তসহ অনেকেই অংশগ্রহণ করে।

এসময় সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth