গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাধন, সাধন, ওমর ফারুক, তামিম মিয়া,মোহতাকিস, অয়ন সহ সমন্বয়ক সোহান সুমন, ফারহান, রাশেদ, সিফাত শেখ সহ অন্যান নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন আমরা কোন সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং বিভিন্ন স্থানে যে লুটপাট করা হচ্ছে তা সমর্থন করি না। যারা এ ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন ছাত্ররা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং আবু সাঈদ সহ আন্দোলনে সকল শহীদ আত্নার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।