২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
1 month ago
218


সুযোগ সন্ধানী দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর কিছু সুযোগ সন্ধানী দুস্কৃতিকারী সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে আমাদের আন্দোলনকে কলুষিত করার চেষ্ঠা করছে। যেহেতু একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হচ্ছে—সেহেতু এসব সুযোগ সন্ধানী দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক একরামুল হক আবির, অন্যতম সমন্বয়ক আসলাম হোসাইন প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বিভিন্ন মন্দির, ধর্মীয় উপাসনালয়, হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপর নির্যাতন করার যাতে সুযোগ না পায় সে বিষয়ে আমরা নানা কর্মসূচী ও এলাকা ভিত্তিক কমিটি গঠন করেছি। সেই সাথে সম্প্রীতির বাংলাদেশ গড়তে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শিক্ষার্থী ও সর্বসাধারনের এ বিষয়ে সচেতন ও তৎপরতা রূখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা জানান, ইতিমধ্যে শহরে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থরা কাজ করছে। এছাড়াও আগামী শুক্রবার দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটির আমরিন ফয়সাল, মাসুদ রানা, অনন্ত জামাল, রেজওয়ানুল ইসলাম সজিব, আমান সুজন, শামীম রেজা, হাসনাত হাসু, রেজওয়ানুল ইসলাম, শাহজালাল, মোহাম্মদ আলী, জোবাইর হোসেন, আতিকুর রহমান শুভ, আবু হানিফ, মমিনুর, মনোয়ার হোসেন, এম.এম. নোমান, এম. আর সিদ্দিক, ফরহাদ হোসেন, শেখ রিয়াদ, ফরহাদ, সাবিক, নুশরাত জাহান নিসা, কার্নিজ ফাতিমা রাহি, আল আমিন, সাকিব সাদমান, ফিরোজ খান নুর, আব্দুর রহমান, সজিবসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়