২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

কুড়িগ্রামে নতুন করে আবারো সকল নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তৃতীয় দফা বন্যার আশংকা

আমাদের প্রতিদিন
1 month ago
54


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে তিস্তা,ধরলা,দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সবগুলো নদনদীর পানি আবারো দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে।বিশেষ করে তিস্তা ও ধরলা নদীর পানি অনেক বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

বুধবার সন্ধ্যে ৬টায় কুড়িগ্রামের স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ঘন্টায় ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ধরলা ও তিস্তা নদী পাড়ের মানুষজন আবারো তৃতীয় দফা বন্যার আশংকা করছেন।পানি বেড়ে যাওয়ায় নিম্ন অঞ্চলের নতুন করে সদ্য রোপন করা আমন ধানের ক্ষতির আশংকা এসব এলাকার কৃষকের। এছাড়াও অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান,তিস্তা ও ধরলা নদীসহ সবগুলো নদনদীর পানি আবারো বাড়তে শুরু করেছে।নদীর পানি দ্রুত বাড়লেও  এ মুহুর্তে তেমন ক্ষতি হওয়ার আশংকা নেই।

সর্বশেষ

জনপ্রিয়