৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

পীরগাছায় দোকানপাটে হামলা-লুটপাট থেকে বাঁচাতে গিয়ে অপপ্রচারের শিকার বিএনপি নেতারা

আমাদের প্রতিদিন
1 month ago
72


পীরগাছা (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগাছায় সরকার পতনের দিন বাজারের দোকানপাট হামলা-লুটপাট থেকে বাঁচাতে বিএনপি নেতারা ভূমিকা রাখায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। তারপরও আওয়ামীলীগের সহযোগি সংগঠনের সুবিধা বঞ্চিত কিশোররা এ ঘটনা ঘটান বলে দাবি করা হয়। গতকাল বুধবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান রেজা।

উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, বিএনপি নেতা জাকির আহম্মেদ, আবু ইউছুব চন্দন, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আব্দুল আলিম আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিনসহ অনেকে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙা বলেন, ঘটনার দিন পীরগাছা বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় আতংকগ্রস্থ হয়ে পড়ে এবং লুটপাট থেকে বাঁচতে আমাকে অনুরোধ করেন। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বললে তারা আমাকে ভাংচুর—লুটপাট হবে না বলে কথা দেন। পরে মিছিল শুরু হলে কতিপয় চিহ্নিত কিছু আওয়ামীলীগের সহযোগি সংগঠনের সুবিধা বঞ্চিত কিশোর আমার উপর হামলা চালায়। তারা আমাকে হত্যার চেষ্টা করে। এতে যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও আমি গুরুতর আহত হই।  এসময় আমি জীবন রক্ষার্থে এক রাউন্ড ফাকা গুলি করি। এটাকে পুজি করে কয়েকটি পত্রিকায় আমার ও ইউপি চেয়ারম্যান রেজাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বলেন, সারা দেশে থানায় হামলা হলেও আমরা পীরগাছা থানা রক্ষা করতে পেরেছি। এটা সরকারের সম্পদ। এটি কতিপয় ব্যক্তির সহ্য হয়নি। তাই তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। আপনারা সাংবাদিকগণ সঠিত তথ্য তুলে ধরুন।

সর্বশেষ

জনপ্রিয়