২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
35


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সারাদেশে চলমান পরিস্থিতিকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, সহকারী কমিশনার (ভমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, সাবেক ঘোড়াঘাট পৌর প্রশাসক দিলজার হোসেন বিল্লু, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী দিনাজপুর সাংগঠনিক জেলা শাখার কার্যকরী সদস্য মো. আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মোফাখ্খায়ের ইসলাম, নায়েবে আমির আজিজুর রহমান, ঘোড়াঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসাইন, সাংবাদিক সুলতান কবির, ছাত্র প্রতিনিধি বিপ্লব মন্ডল, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান লিমন, আফ্রিদি কবির রাকা, আদিবাসী প্রতিনিধি মিখায়েল মার্ডি, দিপু সরেন প্রমুখ। এসময় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপজেলা বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি নাগরিক নিরাপত্তা কমিটি গঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়