২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ভয়ভীতি দুর করতে সচেতন মুলক প্রচার শিক্ষার্থীদের

আমাদের প্রতিদিন
1 month ago
104


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিটি পাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ভয়ভীতি দুর করার জন্য সচেতনতা মুলক কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী শাখার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোটরসাইকেল যোগে উপজেলার প্রতিটি হিন্দু পল্লীগুলোতে তাদের ভয়ভীতি দুর করতে জন সচেতনতা মূলক প্রচার -প্রচারণা কর্মসূচিতে পালন করতে দেখা গেছে।

কর্মসূচীতে অংশ নেওয়া রাব্বি ও বাঁধনসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, অনেক কষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা স্বৈরাচারী সরকারকে পতন করে নতুন বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোন প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ভয়-ভীতি দূর করার জন্য প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে তাদেরকে সাহস যুগিয়ে স্বাধীনভাবে জীবন যাপন করার জন্য প্রচার- প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফুলবাড়ীতে যেন কোন প্রকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষতিগ্রস্ত ও হামলার শিকার না হয় সেজন্য  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সব সময়  পাশে থাকবে। এরকম কর্মসূচী চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়