কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি গরু ও ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। এ ছাড়া আরো তিনটি ছাগল ঝলসে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুণ্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকায় কৃষক আমিনুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত বুধবার সন্ধ্যায় তার গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দুইটি ষাঁড়, দুইটি গাভীসহ একটি বাছুর, নয়টি ছাগল বেঁধে রাতে ঘুমায়। গভীর রাতে তার স্ত্রী দেখতে পায় গোয়াল ঘরে আগুন জ্বলছে। গরু ও ছাগলগুলো গোয়াল ঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। গোয়াল ঘরের বারান্দায় পাটকাঠির বোঝা থাকায় আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এলাকাবাসী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিভাতে ব্যর্থ হয় এবং ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আমিনুল ইসলাম গোয়ালে থাকা গরু-ছাগল রক্ষা করতে গেলে অগ্নিদগ্ধগন তিনি। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে গোয়াল ঘরে থাকা কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী নাসিমা বেগম জানান, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।