৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

আমাদের প্রতিদিন
1 month ago
35


আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম :

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব দ্বিতীয় দিনের মত পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থী ও  সাধারণ ছাত্র—ছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অনেক শিক্ষার্থী এ দায়িত্ব পালন করে।

জেলা শহরের পৌরবাজার মোড়ে,কলেজ মোড়ে,শাপলা মোড়ে ও দাদা মোড় এলাকায় সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের ট্রাফিকিং দায়িত্ব পালন করছে।

এসময় তারা রাস্তায় মোটর সাইকেল আরোহী ও চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে কাজ করে।

এতে জেলার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,কুড়িগ্রাম সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ,মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়।

এসময় তাদের এধরনের সুন্দর কাজের সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়