২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মহানগর বিএনপির মত বিনিময়

আমাদের প্রতিদিন
1 month ago
77


নিজস্ব প্রতিবেদক:

শহীদের রক্তের বিনিময়ে ছাত্র—জনতার গণ অভ্যুত্থান এর মাধ্যমে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি পরাজিত মহল দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি স্থাপনা, উপাসনালয় এবং সংখ্যালগুদের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মীয় ও সামাজিক স¤প্রীতি বজায় রাখতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ধর্মীয়  স¤প্রীতি বজায় রাখা বিএনপির নেতা—কর্মীদের নৈতিক দায়িত্ব। তারই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান এর সাথে মতবিনিময় করে রংপুর মহানগর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুসহ সিনিয়র নেতৃবৃন্দ। বৈঠকে রংপুরের আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে বলে আশ্বাস দেয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়