আন্দোলনে নিহত হারাগাছের লাবলুর পরিবারকে আর্থিক সহায়তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় সংঘর্ষে গুলিতে নিহত হয় লাবলু মিয়া (৪৫)। আজ বৃহস্পতিবার বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা ছেলে ভরসা গ্রুপের পরিচালক জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এমদাদুল হক ভরসার ব্যক্তিগত তহবিল থেকে নিহত লাবলু মিয়ার স্ত্রী নুর নাহার বেগমের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন বিএনপির নেতারা।
নিহত লাবলু মিয়ার গ্রামের বাড়ীর রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার মোল্লাটারী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা রাজধানীতে ছোটখাটো ব্যবসা করতেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় সংঘর্ষে গুলিতে লাবলু মিয়া নিহত হন। তিনি চার সন্তানের জনক।
বৃহস্পতিবার আলহাজ্ব এমদাদুল হক ভরসার পক্ষে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক হারাগাছ পৌর মেয়র মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম সুরুজ, হারাগাছ পৌর বিএনপির আহবায়ক মোনায়েম হোসেন ফারুক, সদস্য সচিব নুরুল আমীন দাজু সহ আরো নেতাকর্মীরা।