প্রধান উপদেষ্টার সামনে কান্নায় ভেঙে পড়লেন আবু সাঈদের বাবা
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা। শনিবার বেলা ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পেঁৗছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা। আবু সাঈদের মা এবং পরিবারের অন্য সদস্যরাও এসময় ছিলেন অশ্রুসজল।
এদিকে ড. ইউনূসের আগমন ঘিরে শুক্রবার থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ওই এলাকায়। সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।