বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিরল সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী ফজলে রাব্বি। এ সময় সমন্বয়ক রেজওয়ান পারভেজ, মোস্তাফিজুর রহমান, হারুনুর রশিদ, মুশফিকুর রহমান, মাসুদ পারভেজ, জয়নাল আবেদীন আরিফ, আলী আহসান মোঃ তৌহিদ, মঞ্জুরুল ইসলাম মন্টু, আলী আহসান মোঃ মুজাহিদ, আসাদুল ইসলাম হাবিব, তানভির বিনতে রশিদ, তানিয়া আকতার, জান্নাতুন ফেরদৌস, নুসরাত জাহান প্রমূখ।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে নিন্মোক্ত দাবি জানানো হয়েছে- আন্দোলন করতে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পরিবারে সহায়তা প্রদান করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক নির্মূলে প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট দমন করতে হবে। জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করণে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের দূর্নীতি দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। খেলাধূলা, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
পরবর্তীতে কমিটির বিস্তারিত এবং দাবিসমূহ স্মারকলিপি আকারে লিখিতভাবে প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলন এর সমাপ্তি করা হয়।