২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

কুড়িগ্রামে হিন্দু সমাজের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
48


আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম:  

সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়ী-ঘর অগ্নি সংযোগ,ব্যবসা প্রতিষ্ঠানসহ মন্দিরে হামলা,প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে এ সমাবেশ হয়। কুড়িগ্রাম জেলার সচেতন হিন্দু সমাজের ব্যানারে সমাবেশ ও একটি বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদিক্ষণ শেষে শহীদ মিনার এলাকায় মিলিত হয়ে সমাবেশ করেন। 

বক্তব্য রাখেন তরুণ নেতা সুজন কুমার, নায়েক রায় নিলয়, রতন কুমার রায়, সাংনাদিক কল্লোল রায়, পিজুষ কুমার রায়, সুজন কুমার রায়, নিতাই কার্জ্জি, পূর্ন চন্দ্র রায়, জনাধন সরকার শুভ প্রমুখ।

এসময় হিন্দু নেতারা তাদের ধর্মের মানুষজনের উপর হামলার ঘটনাকে ৭১সালের হামলার কথা স্মরণ করিয়ে দেন। এসময় তারা জানান,আজ দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। সকল ধর্মের মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। কিন্তু বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে ধরনের হামলা হযেছে। তা পাক বাহিনীর হামলাকে স্মরণ করিয়ে দেয়। তারা বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবী জানান।

 

 

সর্বশেষ

জনপ্রিয়