ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মি সমাবেশে উপজেলা ১০ ইউনিয়নের বিএনপি, জাতীতাবাদী যুব দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শনিবার উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কাজী গোলাম মুস্তফার সভাপত্তিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা। বিএনপি নেতা রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ—সভাপতি কাজী নিজাম উদ্দিন, যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল ও ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু। এছাড়া সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সম্পাদক গণ বক্তব্য রাখেন্। পরে অধ্যাপক কাজী গোলাম মুস্তফাকে আহ্বায়ক এবং যথাক্রমে কাজী নিজাম উদ্দিন , আবুল কালাম বাচ্চু, আলাউদ্দিন মন্ডল,রইচ উদ্দিন বাদশা, মাহফুজুর রহমান মামুন ব্যাপরী,রোকনুজ্জামান রোকন, সাবেক ইউ’পি চেয়ারম্যান ও প্রভাষক মোখলেছুর রহমান ও ইউসুফ আলীকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকগণ পদাধিকার বলে এই কমিটির সদস্য হবেন।