পীরগঞ্জ পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে মতবিনিময় সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধ :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা হয়েছে।
রবিবার দুপুরে থানা চত্বরে বন্ধ থাকা থানার কার্যক্রম স্বাভাবিক করতে সেনাবাহিনী ও পুলিশের মতবিনিময় সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল আলম, লেঃ কর্নেল মাহমুদুল হাসান, মেজর শামীম শিকদার রাতুল, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সার্কেল এসপি রাসেল রানা, পীরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ খায়রুল আনাম ডন, ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুর প্রমুখ।
এ সময়ের পুলিশকে কাজে যোগদান করতে, মনোমোর চাঙ্গা করতে, পুলিশকে সার্বিক সহযোগিতা করতে সেনাবাহিনী কর্মকর্তারা আশ্বস্ত করেন।
উল্লেখ্য সরকারের পতনের পরপর এই পুলিশের উপর হামলা ও নির্যাতন, অগ্নি সংযোগ করায় প্রতিবাদে পুলিশ থানার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। থানা কার্যকর বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।