২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

কাউনিয়ায় হলরুমের নামকরন পরিবর্তনের দাবি

আমাদের প্রতিদিন
1 month ago
18


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদে টিপুমুন্সি হলরুমের নামকরন পরিবর্তনের দাবী তুলেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুুষ। তাদের দাবি রাষ্ট্রীয় টাকায় নির্মিত হলরুমের নাম আওয়ামীলীগের সাবেক এমপির নামে হতে পারে না। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বা কাউনিয়া হলরুম নামকরন হওয়া উচিত ছিলো। উপজেলা প্রশাসন দ্রুত নামকরন পরিবর্তনের দাবী জানিয়েছে উপজেলা বিএনপি সহ স্থানীয় মানুষেরা।

কাউনিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র—জনতার বেশ কয়েকজন বলেন, স্বেরাশাসক দলের নেতার নামে পরিষদে হলরুমের নাম থাকতে পারেনা। এটি দ্রুত পরিবর্তন করতে হবে।

কাউনিয়া রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম বলেন,এটি আওয়ামী রাজনৈতিক নেতার নামে নামকরন করাটা ঠিক করেনি। দ্রুত পরিবর্তনের দাবি জানাচ্ছি।   

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. মোজাহারুল ইসলাম বাবুল বলেন, রাষ্ট্রীয় টাকায় নির্মিত হলরুমের নাম আওয়ামীলীগের নেতার নামে হতে পারে না। আমরা হলরুমের নাম দ্রুত পরিবর্তন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি। তিনি (ইউএনও) হলরুমের নামকরন পরিবর্তন করার আমাদের আশ্বাস করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক বলেন, বিষয়টি মৌখিকভাবে তাকে জানানো হয়েছে। আমিতো নামকরন পরিবর্তন করতে পারি না। উপজেলা পরিষদের সম্বনয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্র জানায়, ২০১৭ সালে সরকারি অর্থায়নে উপজেলা প্রশাসনিক ভবন ও পরিষদের হলরুল নির্মাণ করা হয়। তবে কত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এ তথ্য জানা নাই বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি।

 

সর্বশেষ

জনপ্রিয়