৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

হাবিপ্রবিতে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন

আমাদের প্রতিদিন
1 month ago
44


দিনাজপুর প্রতিনিধি:

সাধারন শিক্ষার্থীদের দাবীর মুখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার (১১ আগস্ট) দুপুর ২টায় হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ^বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারন শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এর আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধসহ ৯ দফা দাবী জানায় বিশ^বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। গতকাল রোববার (১১ আগস্ট) হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমানের কাছে সাধারন শিক্ষার্থীরা ৯ দফা দাবী উপস্থাপন করেন।  দাবীগুলো হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, প্রশাসনিক কাঠামোর দায়িত্বে নিয়োজিত সকলকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে,  সকল প্রকার রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে সমন্বয় করতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, সদ্য পদত্যাগ করা ভিসির অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থীদের হলের সিট বাতিল করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে হলগুলোর নাম পরিবর্তন করতে হবে এবং যে সকল শিক্ষার্থী ১৬ জুলাইয়ের পর দল পরিবর্তন করেছে তাদেরকে হল থেকে বহিষ্কার করতে হবে।

এসব দাবী নিয়ে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স রুমে রেজিস্ট্রারের সাথে আলোচনায় বসেন সাধারন শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টাব্যাপী আলোচনা শেষে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান হাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ করে অফিস আদেশ দেন।

এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখন যেহেতু ভাইস চ্যান্সেলর নেই সেহেতু অন্যান্য দাবিগুলো বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ঠিক হলেই বিবেচনায় আনা হবে।

এদিকে রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের অন্তত ১০০ নেতাকর্মীকে দেখা গেছে। তবে প্রধান ফটকে তালাবদ্ধ থাকায় নেতাকর্মীদের কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি।

সর্বশেষ

জনপ্রিয়