কুড়িগ্রামে হিন্দুদের প্রতিবাদ সমাবেশ : দাবি আলাদা মন্ত্রনালয়ের
কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও হিন্দুদের জন্য আলাদা মন্ত্রনালয় ও সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে রোববার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সচেতন হিন্দু সমাজের ব্যানারে জেলা শহরের শাপলা চত্বরে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। এ সময় জেলার কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী এতে অংশ নেন।
সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদিক্ষণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিলিত হয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস,সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র,জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী,সাধারণ সম্পাদক অলক সরকার, সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমুখ।
অন্যদিকে,জেলার উলিপুরে বৃষ্টিতে ভিজে সেখানেও সনাতন সম্প্রদায়ের প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধন করেছেন। দুপুরে উপজেলার পৌর শহরের গবার মোড়ে বাংলাদেশ হিন্দু মহাজোট ও পূজা উপযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল রায়, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গণেশ দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা,সউপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হায়দার আলী মিঞা প্রমুখ।
মানববন্ধনে আসা অনেকের হাতে বিভিন্ন ধরনের পোষ্টার-ফেস্টুনে ‘কথায় কথায় ভারত যা চলবে না চলবে না, আমরা কোন দল না সনাতনীরা দুর্বল না, হই হই রই রই সুশিল সমাজ গেলো কই ?’ বিভিন্ন প্রকাল স্লোগান লেখা ছিল।
এসময় হিন্দু নেতারা তাদের ধর্মের মানুষজনের উপর হামলার ঘটনাকে ৭১সালের হামলার কথা স্মরণ করিয়ে দেন। এসময় তারা জানান,আজ দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। সকল ধর্মের মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। কিন্তু বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে ধরনের হামলা হয়েছে। তা দুঃখজনক । তারা বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, পৃথক ভাবে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে নিদিষ্ট আসন বরাদ্দসহ অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবী জানান।