২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

রংপুর কোতয়ালী সদর থানায় আইনশৃঙ্খলা কাজ চলমান

আমাদের প্রতিদিন
1 month ago
87


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর জেলার ,রংপুর কোতয়ালী সদর থানার আইনশৃঙ্খলা কার্যক্রম চলমান। রংপুর কোতয়ালী সদর থানার অফিসার  ইনচার্জ (ওসি) জনাব মোঃ বজলুর রশিদ সাংবাদিককে বলেন রংপুর কোতয়ালী সদর থানার আইনশৃঙ্খলা ও সেভার কার্যক্রম চলমান রয়েছে। আমি রংপুর সদর উপজেলার সাধারণ মানুষজকে বলতেছি যে তোমরা কোনো প্রকার গুজবে কানদিবেন না। ওসি আরো বলেন আপনারা থানায় এসে আপনাদের সম্যসার কথা বলুন এবং পুলিশ সেভা গ্রহণ করুন। এদিকে,জেলার সকল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে জানান অনেকেই।  

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়