৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

রংপুরে আট দফা দাবিতে সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিল

আমাদের প্রতিদিন
1 month ago
120


নিজস্ব প্রতিবেদক:

সংখ্যালঘূ সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘূ বিষয়ক সন্ত্রণালয়,হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীতসহ ৮ দফা দাবিতে গতকাল সোমবার বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুর, সংখ্যালঘু অধিকার আন্দোলন ও সনাতনী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রংপুর নগরীতে এই কর্মসূচী পালন করে তারা। মিছিলটি নগরীর টাউন হল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন, দেবাশীষ সরকার, শিশির রায় শিমুল, রবিন্দ্র নাথ সরকার, হৃদয় কুমার মন্ডল, মধু চন্দ্র রায়, গোবিন্দ চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, দোষিদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূণ ও পূর্নবাসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, হিন্দু ধর্মীয়সহ খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টকে ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবত্তোর সম্পতি পুরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রনয়ন, সংস্কৃত ও পালি শিক্ষ বোর্ড আধুনিকায়নসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান। সেই সাথে সারাদেশ হিন্দুসহ সংখ্যালঘুর বাড়িঘর, মন্দির ও উপসানলয়ে হামলা—ভাংচুরের তীব্র প্রতিবাদ জানান।

সর্বশেষ

জনপ্রিয়