২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
38


রাবি সংবাদদাতা:

অনতিবিলম্বে ক্লাস-পরীক্ষা শুরু করার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।

এসময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফ মোহাম্মদ ফয়সাল বলেন, নিয়মঅনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি না থাকা সত্ত্বেও বিভাগীয় চেয়ারম্যান ক্লাস শুরু করতে পারবেন। আমরা ইতোমধ্যে সেশনজটে আছি। সুতারং দ্রুতই আমাদের ক্লাস শুরু করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনার অতি দ্রুত ক্যাম্পাসে চলে আসুন। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ও প্রশাসন নিয়োগের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

উর্দু বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, বর্তমানে আমাদের ক্যাম্পাস পুরোপুরি নিরাপদ। তাই আমাদের ক্লাস ও পরীক্ষা শুরু করতে কোনো বাধা নেই। খুব দ্রুতই আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়