পীরগাছায় পাবলিক লাইব্রেরী দখলের চেষ্টা ও সমাবেশে হামলা: আসামী গ্রেফতার দাবি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সাথী মজলিস পাবলিক লাইব্রেরী দখলে চেষ্টা ও সুধী সমাবেশে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ছাওলা ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ম্যানেজিং কমিটির সদস্য, বাজারের ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, ১৯৫২ সালে ছাওলা ইউনিয়নের পাওটানাহাটে সাথী মজলিস পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি পাবলিক লাইব্রেরীটি আধুনিকায়নের জন্য ১৫ লক্ষ টাকা প্রকল্প দেন ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। এদিকে সরকারের পট পরিবর্তনের সুযোগে কতিপয় সুযোগ সন্ধানী ব্যক্তিরা এটি নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। গত শনিবার পাবলিক লাইব্রেরীর নানা বিষয় নিয়ে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে পূর্বপরিকল্পিত সুমন ও সাগর নামে দুই ব্যক্তির নেতৃত্বে সমাবেশে হামলা চালানো হয়। এসময় পাওটনাহাট সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম মন্ডলকে লাঞ্ছিত করে এবং সাইয়েদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আহত হন। পরে হামলাকারীরা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাশিয়াবাড়ি দ্বি—মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, পাওটানা হাট সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম মন্ডল, প্রধান শিক্ষক নরুল ইসলামসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে পাবলিক লাইব্রেরী অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর ও থানা পুলিশ তাদের উদ্ধার করেন।
ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, এ ঘটনায় পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু আসামীরা এখনো গ্রেফতার হয়নি। তারা আমাকে বিভিন্ন ধরনের হুমাক—ধামকি দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।