পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, সদস্য সচিব সহযোগি অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ মন্ডল, যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রতন মিয়া, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।