গঙ্গাচড়ায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার নয়টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচি-০৩ (আরইআরএমপি-০৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরন অনুষ্ঠিত হয়ছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এলজিইডি গঙ্গাচড়ার বাস্তবায়নে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে নারী কর্মীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এসময় উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ, আবু হানিফ আহমেদ, উপজেলা কমিউনিটি অর্গানাইজার আশরাফুল হকসহ সুপারভাইজার ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।