পীরগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা ও করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় বেসরকারি মানবাধিকার ও উন্নয়নমূলক সংস্থা নাগরিক উদ্যোগ এর বাল্য বিয়ে প্রতিরোধ, সচেতনতা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার।
কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এতে আরো বক্তব্য দেন, নাগরিক উদ্যোগ এর আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, নাগরিক উদ্যোগের আঞ্চলিক কর্মকর্তা শ্যামল মোহন্ত, পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম শরীফুজ্জামান বুলু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান, আরজেএমএফ সদস্যরা।
আলোচনা সভায় আরজেএমএফ সদস্য, সাংবাদিক, শিক্ষক, কাজী, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।