২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
27


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিত্যাক্ত ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণ করে এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে এলাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা—দিনাজপুর সড়কের বোগদহ বাজারের কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাটাবাড়ী  ইউনিয়নের সর্বস্তরের ছাত্র জনতা’র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, ইউপি সদস্য সাদেক হোসেন, কাইযুম, আল আমিন, সজিব এবং ছাত্র সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন দীর্ঘ ১০ বছর ধরে কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের  ভবনটি জরাজীর্ণ হওয়ায় পরিত্যাক্তক অবস্থায় রয়েছে। যেকারণে স্থানীয়রা সুষ্ঠু স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।এ জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ করে কাটাবাড়ী ইউনিয়নবাসী সহ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবী জানান।

সর্বশেষ

জনপ্রিয়