৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

পীরগঞ্জে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়তে মিছিল ও সমাবেশ হয়েছে

আমাদের প্রতিদিন
4 months ago
221


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :

"শহীদের রক্ত ও গণঅভ্যূত্থান বৃথা যেতে দেবো না,গণতন্ত্র প্রতিষ্টা কর ভোটারধিকার ফিরিয়ে দাও"এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অস¤প্রতায়িক, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম জোরদারে করতে মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কমিউনিস্ট পাটির আয়োজনে পূর্বচৌরাস্তায় এই সমাবেশ হয়।

উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি প্রভাত সমির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, ঠাকুরগাঁও কমিউনিস্ট পাটির সভাপতি ইয়াকুব আলী, জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আড্য. আবু সায়েম, জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক আহসান হাবিব বাবু, ঠাকুরগাঁ সদর উপজেলার সিপিবির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন,রাণীশকৈল উপজেলার সিপিবি'র সভাপতি আব্দুল মান্নান,পীরগঞ্জ সিপিবি'র সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, হরিপুর উপজেলার সিপিবির সাম্পাদক আধ্যাপক সাহাবদ্দিন,বালিয়াডাঙ্গী সিপিবির সাধারণ সম্পাদক মো: মোসলিম প্রমুখ।

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth