পিলখানা ঘটনায় চাকরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরীতে পুনঃবহাল এবং নিরাপরাধ সদস্যদের মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ
দিনাজপুর প্রতিনিধি:
পিলখানা ঘটনায় চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরীতে পুনর্বহাল এবং নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে দিনাজপুরে বিডিআর সদস্য ও তাদের পরিবার সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার (২১ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন করে।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, তৎকারীন সরকারের পরোক্ষ মদদে বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত না করে “ডাল—ভাত অপারেশন” নামে দায়—দায়িত্ব বিডিআর সদস্যদের উপর চাপিয়ে দেয়। এর পর তাদের সাজানো আদালতে আমাদের জেল—জরিমানা ও চাকরীচ্যুত করা হয়। যার কারনে ১৬ বছর ধরে তারা মানবেতর জীবন—যাপন করছে।
মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে মোঃ আলী আকবর।