রওশন-কাদের-চুন্নু-আনিসুলের গ্রেফতার দাবি তৃণমূল জাতীয় পার্টির
আমাদের ডেস্ক:
গত ১৬ বছর সরকারেরর দুঃশাসনের সহায়তাকারী অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদসহ দুর্নীতিবাজ এমপিদের গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল জাতীয় পার্টি।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্ট স্বৈরাচারী গণহত্যাকারী খুনি হাসিনা সরকারকে গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকতে সহায়তা করে আসছে। সম্প্রতি আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার দায় তারা এড়াতে পারে না। তাছাড়া তারা সরকার থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়াসহ মনোনয়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লোপাট করেছে। এসব অপকর্মের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুসহ দলটির দুর্নীতিবাজ এমপিদের অবিলম্বে গ্রেফতার করে তদন্তপূর্বক বিচারের আওতায় আনতে আমরা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টির এমপি, মন্ত্রীরা খুনি হাসিনার অনুগ্রহ নিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এসবের সঠিক তদন্ত করতে হবে। জাতীয় পার্টির গণদুশমনদের গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই সব থলের বিড়াল বের হয়ে আসবে। তৃণমুল জাতীয় পার্টি অবিলম্বে এসব গণদুশমনের গ্রেফতার দাবি করছে।
ড. নাছের বলেন, আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা এখনও ঢাকায় বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।
এক প্রশ্নের জবাবে মহাসচিব ও মুখপাত্র শামীম ইশতিয়াক চৌধুরী বলেন, আমরা রওশন এরশাদ এবং তার সঙ্গী প্রতারক, দুর্নীতিবাজ কাজী মামুনুর রশীদকে গ্রেফতার করে কোটি কোটি টাকা লুটপাটের জন্য বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি।
শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া বলেন, দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটা শুধু সংখ্যালঘু হিসেবে নয়, তারা কোনও না কোনও রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক ছিলেন। এজন্য অনেক মুসলমান আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের বাড়িঘরেও হামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কো-চেয়ারম্যান ও সাবেক এমপি গোলাম হাবিব দুলাল, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার আশরাফ আলী, মুফতি ফেরদৌস খান কোরাইশি, আবদুল বাতেন, অতিরিক্ত মহাসচিব নাফিজ মাহবুব প্রমুখ।