২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

কুড়িগ্রামে ছাত্রদলের শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
37


কুড়িগ্রাম প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে শোক র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। বুধবার দুপুরে দাদামোড় থেকে বের হয়ে শহর  প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি—বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব,শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেম ও মাদরাসা ছাত্রকে হত্যা, গত ১৬ বছরের অসংখ্য গুম, খুণ ও বিএনপিসহ বিরোধী দলগুলো গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন—হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে এ নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে এই শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল,যুগ্ন সাধারণ সম্পাদক শাওন মিয়া,উপজেলা আহবায়ক সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে সকল হত্যাকান্ডের আসামী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়