পীরগাছায় সাংবাদিক হাফিজারকে হত্যার চেষ্টা: মোটরসাইকেল ভাংচুর: প্রেসক্লাবের তীব্র নিন্দা
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলা চালিয়ে মারপিট করা হয়েছে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে সাংবাদিক হাফিজার রহমানকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে উপজেলার নটাবাড়ী বাজারে এঘটনা ঘটে। প্রকাশ্যে দিনের বেলা আবু সাঈদ নামে এক ব্যাক্তি এ হামলা চালান। বর্তমানে সাংবাদিক হাফিজার রহমান পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পূর্বপরিকল্পিত ভাবে সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানান প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। অবিলম্বে হামলাকারী আবু সাঈদকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
জানা গেছে, দৈনিক দাবানলের পীরগাছা উপজেলা প্রতিনিধি হাফিজার রহমান তার নিজ বাড়ি থেকে পীরগাছা আসার পথে তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী বাজারে একটি চায়ের দোকানে দাড়ান। এসময় ওৎ পেতে থাকা ওই এলাকার কিসমত উল্ল্যার ছেলে আবু সাঈদ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে লাঠিসেঁাটা নিয়ে সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলা চালায়। তাকে বেদম মারপিট করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। এসময় তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি ব্যাপক ভাংচুর ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন হামলাকারী আবু সাঈদ ও তার লোকজন। ঘটনার সময় সাংবাদিক হাফিজার রহমানের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এরপরও হামলাকারী আবু সাঈদ তাকে মেরে ফেলার জন্য ভাড়াটিয়া লোকজন ডেকে আনলে খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করেন।
সাবংবাদিক হাফিজার রহমান বলেন, আমি বাড়ি থেকে এসে চা দোকানে দাড়ানো মাত্র তারা আমার উপর হামলা চালায়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাকে হত্যার চেষ্টা চালায়। আমি থানায় অভিযোগ দিয়েছি।
এদিকে সাংবাদিক হাফিজার রহমানের উপর হামলা, মোটর সাইকেল ও মোবাইল ফোন ভাংচুর করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পীরগাছার কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের পক্ষ থেকেও আহবায়ক শাহ কামাল ফারুখ লাবু ও সদস্য সচিব শাহজাহান সিরাজ মাসুদসহ সকল সাংবাদিক প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারী আবু সাঈদকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান সাংবাদিকবৃন্ধ।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।