লালমনিরহাটে পিস্তল ও গুলিসহ ১ জন গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আপেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকায় তার বাড়ি থেকে তাকে ওই পিস্তলসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ ব্যাগ গাঁজাও উদ্ধার করেন পুলিশ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ও উপ—পরিদর্শক সামছুল হকসহ পুলিশের একটি দল। এ সময় আজিজার রহমানের পুত্র আপেল মিয়া (২২)—র বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২ ব্যাগ গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশের ওই দলটি। তবে ওই এলাকার অপর একটি সুত্র বলছে, এ ঘটনায় আপেল মিয়ার সাথে আরো দুই জন জড়িত রয়েছে। তাদের একজন সাবেক ইউ—পি সদস্য। তিনি ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের করেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে তাদের একজন পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছেন। তদন্ত স্বার্থে ওই দুই জনের নাম বলছে না পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আপেলের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে।