পীরগঞ্জের চতরা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক কে পদত্যাগ চেয়ে বিক্ষোভ, শেষ পর্যন্ত পদত্যাগ করলেন প্রধান শিক্ষক
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরে পীরগঞ্জ চতরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি কারনে পদত্যাগ চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র ছাত্রীরা।
বুধবার সকাল ১১ টা থেকে অই স্কুলের ছাত্র ছাত্রী ক্লাস বর্জন করে চতরা হটের অলিগলিসহ শহিদ আবু সাঈদ চত্বর ( গোল) চত্বরে ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষক খাদিজা খাতুন কে ভুয়া বলে স্লোগান দিতে থাকে।
প্রধান শিক্ষক নিয়োগের পর থেকেই চরম দুর্নীতি হয়ে আসছে উক্ত বিদ্যালয়ে। বেশ কয়েকটি নিয়োগ অবৈধভাবে সভাপতি রেজানুল হক ননতু এবং প্রধান শিক্ষক। গত ৩ দিন আগে থেকে বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির হিসাব চেয়ে প্রধান শিক্ষক কে তাগিদ দেন তারা। এরপরও তাদের কথা তিনি আমলে নেয়নি।
অই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিক্ষোভের বিষয়টি ১ দিনের নয়। গত কয়েকদিন থেকে ছাত্র ছাত্রী অবৈধভাবে শিক্ষক নিয়োগের টাকা এবং প্রতিষ্ঠানের আয় ব্যয় চেয়ে আন্দোলন করছে এবং বুধবার সকালে ১১ দফা দাবির কথা লিখিতভাবে উল্লেখ করা হয়ে। প্রধান শিক্ষক আগামী রবিবার পর্যন্ত সময় চাইলে ছাত্র ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা পর্যন্ত তারা কর্মসূচি পালন করে।
তারা আরও বলেন, বিষয়টি তিনি নিজেই সমস্যা সমাধান করতে পারতো কিন্তু তিনি নিজেও কেনো উদ্যোগ নেয়নি এবং অন্য শিক্ষকদের সাথে বিষয়টি নিয়ে শেয়ার করেনি। যে কারনে ছাত্র ছাত্রী কোনো শিক্ষকের কথা শুনছে না।
সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা যায়, বুধবার বিকাল ৩ ঘটিকায় স্কুলে শিক্ষকদের একটি হলে প্রধান শিক্ষক খাদিজা খাতুন বসেন। এর পরে ছাত্র ছাত্রী তাদের নিজ হাতে লেখা পদত্যাগ পত্র নিয়ে তার কাছে স্বাক্ষরের জন্য গেলে তিনি দুই হাত দিয়ে কান চেপে ধরে বসে থাকেন। সকাল ২ টার দিকে প্রধান শিক্ষক একটি পদত্যাগ পত্র লিখে নিয়ে আসতে বলে এবং তিনি সে কাগজে স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগ করবেন। স্বাক্ষর না করেই তিনি কানে হাত দিয়ে বসে আছেন বলে ছাত্র ছাত্রীরা জানান।
রাত ৮ টা সেনাবাহিনীর সদস্য এবং পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসলে প্রধান শিক্ষক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। পদত্যাগ পত্র হাতে পেয়ে তাদের আন্দোলন শান্ত হয় এবং মাঠ ত্যাগ করেন।